(হাওয়া) HAWA Movie, hawa movie download link , Hawa Full Movie : Hawa Movie Review এর প্রথমেই বলে নেই যে , এটা সম্পুর্ন আমার নিজেস্ব মতামত , আপনার সাথে নাও মিলতে পারে। আমি শুধু আমার মতামত শেয়ার করেছি। এই পোস্টে আমি Hawa movie link সম্পর্কে কিছু বলব না। তো চলুন শুরু করা যাক।
শুধু হাইপ নয়, হাওয়া শীতল হাওয়ায় মাতিয়ে দিলো। অসাধারণ মনোমুগ্ধকর একটা ছবি উপভোগ করলাম। অভিবাদন সুমন ভাই। যা আশা করেছিলাম তারচেয়ে দিগুণ পেয়েছি। তো নতুন ছবি। বুঝতেই পারছেন ইচ্ছা থাকলেও স্পয়লার দেয়া অসম্ভব। এরপরও চলুন আমার সাথে কিছুক্ষণ হাওয়ায় ভেসে আসুন সমুদ্রতটে।

Hawa movie download link
Hawa movie download link share করা দন্ডনীয় অপরাধ আপনারা অনলাইনে দেখার আশা না করে হল থেকে দেখে আশুন।
হাওয়া Hawa Movie Review
★★★★★★★*স্পয়লার নেই মানে নেই★★★★★★★★
নাম- হাওয়া Hawa
নির্মাতা- মেজবাউর রহমান সুমন
Hawa movie Cast
শ্রেষ্ঠাংশে- ওরা ৯ জন সহ আরো ম্যালা মানুষ।
- Nazifa Tushi
- Chanchal Chowdhury
- Shohel Mondol
- Nasir Uddin Khan
- Sumon Anowar
- Bablu Bose
- Sariful Razz
- Mahmud Alam
- Rizvi Rizu
- Nadia Khar
হাওয়া Hawa Full Movie
যেমন দেখলাম- শুরুর আগে বিশেষ ধন্যবাদ দিবো সিরাজগঞ্জের ‘রুটস্ সিনেক্লাব’ কতৃপক্ষকে। উনাদের আন্তরিকতা ছাড়া আমি ১লা আগস্টের আগে এই সিনেমা দেখতে পেতাম না। কতৃপক্ষ আমার লেখালিখিতে মুগ্ধ হয়ে আমার জন্য প্রথম শো-তে একটা টিকেট রেখে দিয়েছিল। বিপুল চাহিদা থাকার পরও আমাকে নক দিয়ে টিকিট দিয়েছেন। এরজন্য কৃতজ্ঞতা স্বীকার করছি রুটস্ সিনেক্লাবকে। সিনেমা কাকে বলে তা দেখিয়ে দিলো ‘হাওয়া’। শুরুর আগে আমি বিশেষ ধন্যবাদ দিবো ক্যামেরার পিছনের মানুষগুলোকে। আর স্যলুট জানাবো ‘হাওয়া’ টিমকে। উনারা শুধু অভিনয় নয়, শারিরীক ও মানুষিক পরিশ্রম করে এত ভালো কিছু দিতে পেরেছে। জাল টানা সহ সব কিছুই ছিল বাস্তবসম্মত।
আর অভিনয়ে আপনি কাকে রেখে কাকে এগিয়ে রাখবেন? অসম্ভব ব্যপার এটা। আপনি এককভাবে কাউকেই প্রাধান্য দিতে পারবেন না। সবার নিখুঁত অভিনয়। চঞ্চল চৌধুরী। নতুন চরিত্রে নিজেকে সুউচ্চ আসনে বসিয়েছেন। তার চরিত্র কী? তা বলবো না। তাহলে স্পয়লার হয়ে যাবে। শরিফুল রাজ। রাজের রাজত্ব জমিনে যতটুকু ছিল, তারচেয়ে বেশি সমুদ্রের বুকে। সুমন আনোয়ার। এসব পেয়েছে কোথায় পরিচালক। যা দেখিয়েছেন না সত্যি বলার বাইরে। নাসির উদ্দিন খান। নাগু চরিত্রে নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছে। তা বলার বাইরে। বিড়ি টানার একটা অসাধারণ টুইস্ট আছে। সেটা পর্দায় দেখবেন। শুরু থেকে শেষ অব্দি নাসির সাহেব ছিলেন অসাধারণ। যা লাগবে তাই ঢেলে দিয়েছেন। সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ আলম ও বাবলু বোস তাল মিলিয়ে পাল্লা দিয়ে অভিনয় করে গেছেন। আর ‘হাওয়ার’ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রহস্যময়ী চরিত্র নাজিফা তুষি। এযাবৎকালের তুষির সেরা কাজ এটা ছিল। সংলাপ, মুখাবয়ব, বাচনভঙ্গি। সব কিছুতেই তুষি তুষারপাত করেছে। তুষিকে নিয়ে এরচেয়ে বেশি বললেই স্পয়লার হয়ে যাবে।
কেন ‘হাওয়া‘ শেষ করতে তিন বছর লেগেছে তা বুঝলাম। মাঝসাগরে এভাবে সবাইকে নিয়ে অভিনয় করাটাই ছিল চরম সাহসিকতার দৃষ্টান্ত। এমন আবহাওয়াতে মেকাপ কত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। সাউন্ড কোয়ালিটি অসম্ভব সুন্দর ছিল। ডাবিং টুকটাক এক দুটো বাদ দিলে ডাবিং অসাধারণ ছিল। এই ছবির সামুদ্রিক দৃশ্যের পর যদি আর কিছু দেখার থাকে তাহলো কালার। গ্রাফিক্স এত নিখুঁত ছিল বোঝার উপায় নেই। বিদ্যুৎ চকমকানোর দৃশ্যটা বাস্তব মনে হয়েছে। আর বৃষ্টি.. এটা আমি কনফিউজড। কৃত্রিম ছিল কি-না। তবে আমার মনে হয়েছে সত্যি বৃষ্টি। আর আবহ সঙ্গীত। দারুণ মানে দারুণ। প্রতিটি দৃশ্যের সাথে মানানসই আবহ সঙ্গীত। আর শেষের দৃশ্যে আবহ সঙ্গীতটা নাড়িয়ে দিয়েছে। যারা একটু বেশি ইমোশনাল তারা কেঁদে ফেলবেন নিশ্চিত। এত সুন্দর এডিটিং ছিল তা না দেখলে বুঝবেন না। পরিশ্রম যারা করে তারা আমার প্রশংসা পাবেই। এই গল্পে নেই পরান জুড়ানো পরকীয়ার কোনো নষ্ট গল্প। আছে এক অদ্ভুত রহস্যঘেরা গল্প। যা এর আগে আপনি দেখেন নি। আপনি পুরোটা সময় অসাধারণ মায়াময়ী সমুদ্রে সফর করতে পারবেন। পানি দেখলেই মনে হবে একটু নেমে সাঁতার কাটি। ট্রলারে খাওয়া, থাকা সহ এক বৈচিত্র্যময় আয়োজন দেখেছি। নানারকম সামুদ্রিক মাছ আর জাল টানার অভাবনীয় দৃশ্য।
গান সেই একটাই ‘কালা সাদা’। বিশেষ চরিত্রে যারা ছিলেন। তারা-ও উদ্যমী হয়ে সব ঢেলে দিয়েছে। ক্যামেরার পিছনে যখন সুমন ভাই। তাহলে তো হবেই এমন কিছু। যারা অতিমাত্রায় সুশীল। তারা প্রশ্ন তুলতে পারেন যে, অশ্লীল গালাগাল বেশি হয়ে গেছে। বিপ ব্যবহার করে নি৷ ভাই, জেলেরা যেভাবে তাদের সাথে কথা বলে তেমনই তো তুলে ধরবে। আর গালাগাল বিপ না করে ভালো করেছেন নির্মাতা। বাস্তব চিত্রটা চোখের সামনে ভেসে উঠেছে। অন্যরকম ফ্লেভার।
হাওয়া ফুল মুভি ডাউনলোড | Hawa Full HD Movie Watch or Download
এবার আমি বলবো,ভাই তাড়াতাড়ি যান পাশ্ববর্তী প্রেক্ষাগৃহে। অসাধারণ কিছু দেখে আসুন। তবে আমার সাজেশন থাকবে একটা। জানি অনেক জ্ঞানী মহারথী রয়েছেন। আমি তাদের বলবো না। আমার মতো যারা নিছক সাধারণ দর্শক। তাদেরকে বলছি৷ আপনারা সিনেমা দেখার আগে দুটো জিনিস নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। প্রথমত: ষড়রিপু। এটা আপনার জানতেই হবে। আপনি না জানলে গুগল করুন এখনই। সার্চ করুন ষড়রিপু। পেয়ে যাবেন। এটার সবগুলো পয়েন্ট পড়ে নিবেন মনোযোগ দিয়ে। আর আরেকটা বিষয় সার্চ করবেন। তাহলো ‘সামুদ্রিক মিথ’। এটাও পড়বেন মনোযোগ দিয়ে। এই দুটো সম্পর্কে যদি আপনি না জানেন। তাহলে ছবি দেখে বলবেন যে, “এডা কোনো ছবি হইলো? আগামাথা নাই। নাটকের চেয়েও খারাপ।” না ভাই নাটক না। অসাধারণ এক নির্মাণ। শুধু বোঝার চেষ্টা করবেন। আর আমার মতো দর্শক যারা, তারা এই দুটো ভালো করে পড়ে নিয়ে ছবি দেখতে যাবেন। তবেই আপনি ছবির আসল স্বাদ পাবেন। বেশ লেগেছে আমার। আপনাদের কেমন লাগবে জানি না। তবে যান প্রেক্ষাগৃহে। একবার দেখে আসুন। তারপর আমার পোস্টে এসে কমেন্ট করবেন। এসব রেটিং আমি দিতে পারি না। এতবড়ো যোগ্যতা এখনো হয় নি। তবে আপনারা দেখে এসে রেটিং দিয়েন। দেখবেন আশা করি। খারাপ লাগলে আমাকে এসে গালাগাল করে যাবেন।
How To watch Hawa movie Online
Haw movie link খুব সহযে পাওয়া সম্ভব না। কারন এই মুভি অনেক বেশি হাইপ তুলেছে। তাছাড়া এত কষ্টে করে যারা সিনেমা বানায় তাদের জন্য আমাদের হলে গিয়ে দেখা উচিত।
তারপরেও আপনি যদি হলে যেতে না চান তাহলে ২ মাস পরে এই Hawa full movie 1080p তে ইজিলি দেখতে পারবেন।